স্যাঁতসেঁতে আবহাওয়ায় জামাকাপড়ে দুর্গন্ধ?

ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা শেষ হয়ে গেলেও প্রকৃতিতে এখনও জোরেশোরে চলছে বৃষ্টির মৌসুম। থেমে থেমে ঝরেই চলেছে বৃষ্টি। এই সময়ে ভেজা আবহাওয়া ও বাতাসের আর্দ্রতার কারণে ভেজা কাপড় ঠিক মতো শুকায় না। ফলে বিশ্রী গন্ধ হয়ে যায় কাপড়ে। কিছু টিপস মেনে চললে এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারেন।

  1. কাপড় ভেজানোর পানিতে লেবুর রস মিশিয়ে নিন। জামাকাপড়ে দুর্গন্ধ হবে না।
  2. কাপড় ধোয়ার পানিতে ভিনেগার মেশালেও উপকার পাবেন। বড় একটি বালতির পানিতে  ১ কাপ সাদা ভিনেগার সিয়ে পোশাক কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ভিনেগার পোশাকের সাদা দাগ এবং গন্ধ দূর করতে সাহায্য করে। 
  3. ধোয়ার পর শুধু পানি ঝরিয়ে কাপড় মেলবেন না। খুব ভালো করে নিংড়ে তারপর মেলুন। এতে শুকাতে কম সময় লাগবে।
  4. পোশাকে ফাঙ্গাস পড়ে গেলে লবণ ও লেবুর মিশ্রণ ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ফাঙ্গাস দূর হবে। 
  5. ঘরের ভেতরে জামাকাপড় শুকালে একটা স্যাঁতসেঁতে ভাব রয়ে যায় কাপড়ে। এটি দূর করতে পরার আগে ইস্ত্রি করে নিন।
  6. ওয়াশিং মেশিন থাকলে ড্রায়ারে দিয়ে অনায়াসে শুকিয়ে নিতে পারবেন কাপড়। ভেজা জিন্স শুকানোর প্রয়োজন হলে আর্দ্রতা শোষণ করার জন্য তোয়ালে ব্যবহার করতে পারেন। এছাড়াও এটি ড্রায়ারের ভেতরের ময়েশ্চার কমাতে সাহায্য করে। ফলে দ্রুত পোশাক শুকায়।
  7. ন্যাপথালিন অথবা নিমপাতার গুঁড়া দিয়ে রাখুন আলমারিতে রাখা কাপড়ের ভাঁজে ভাঁজে। পোকামুক্ত থাকবে পোশাক।
  8. পোশাকের তাকে সিলিকা জেলের প্যাকেট রাখুন। সিলিকা জেল বাতাসের আর্দ্রতা শুষে নেয়। এতে পোশাকে ফাঙ্গাস পড়ে না।