ঘরে স্নেক প্ল্যান্ট রাখবেন যে ৭ কারণে

আঁকাবাঁকা হয়ে বেড়ে ওঠা স্নেক প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট হিসেবে বেশ জনপ্রিয়। ঘরের কোণে, বুকশেলফের উপরে কিংবা সাইড টেবিলে রেখে দিতে পারেন চমৎকার এই গাছ। কেবল ঘরের সৌন্দর্যই বাড়ায় না স্নেক প্ল্যান্ট, এটি ঘরে রাখার আরও বেশ কিছু উপকারিতা রয়েছে। জেনে নিন সেগুলো কী কী।

  1. বাতাস থেকে দূষিত পদার্থ দূর করে ঘরের বাতাস বিশুদ্ধ রাখে এই গাছ। 
  2. বাতাসের কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে ও অক্সিজেন সরবরাহ করে স্নেক প্ল্যান্ট। 
  3. এই গাছের যত্ন নিয়ে খুব বেশি ভাবতে হবে না আপনাকে। অল্প পানি এবং আলোতেই স্নেক প্ল্যান্ট বাড়বে তরতরিয়ে। 
  4. ঘরের আর্দ্রতা স্তর নিয়ন্ত্রণ করতে পারে স্নেক প্ল্যান্ট। এটি পাতার মাধ্যমে ময়েশ্চার সরবরাহ করে ও বাতাস আর্দ্র রাখে।
  5. ঘর বা অফিসে রুচিসম্মত সৌন্দর্য যোগ করতে পারে স্নেক প্ল্যান্ট। 
  6. স্নেক প্ল্যান্টের সবুজ পাতা ও সৌন্দর্য আমাদের মানসিকভাবে স্বস্তিতে রাখতে পারে।
  7. বাতাসে থাকা অ্যালার্জিক উপাদান দূর করতে পারে স্নেক প্ল্যান্ট।