ত্বক ও চুলের যত্নে মুলতানি মাটি ব্যবহার করবেন যেভাবে

প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে মুলতানি মাটি। ত্বকের দাগ ও তেলতেলে ভাব দূর করতে এটি দারুণ কার্যকর। ত্বকের পাশাপাশি চুলের যত্নেও মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। জেনে নিন রূপচর্চায় এটি ব্যবহারের কিছু উপায় সম্পর্কে।

  • উজ্জ্বল ও পরিষ্কার ত্বকের জন্য ১ চা চামচ মুলতানি মাটির সঙ্গে প্রয়োজন মতো দুধ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মুখ ও গলার ত্বকে মিশ্রণটি মেখে অপেক্ষা করুন ১০ মিনিট। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • মুলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। ত্বকের অতিরিক্ত তেল ও ব্রণ দূর হবে।
  • একটি টমেটো পেস্ট করে নিন। এর সঙ্গে মেশান ২ টেবিল চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ লেবুর রস। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • মুলতানি মাটি ও গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ নিমের গুঁড়া মেশান। কয়েক ফোঁটা লেবুর রস দিন। পরিমাণ মতো গোলাপজল দিয়ে পেস্ট তৈরি করুন। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন। 
  • ওটস ও দুধের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে স্ক্রাব করুন ত্বক। দূর হবে তেল ও ধুলাবালি।
  • সমপরিমাণ টক দই ও মুলতানি মাটি মেশান। ১ চা চামচ লেবুর রস দিন মিশ্রণে। তবে ত্বক অতিরিক্ত সংবেদনশীল হলে লেবুর রস ব্যবহার করবেন না। ফেস প্যাকটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • পরিমাণ মতো মুলতানি মাটির সঙ্গে অ্যালোভেরা জেল, গোলাপজল ও ১টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
  • চুলের গোড়া মজবুত করে ও মাথার তালুর যত্ন নেয় মুলতানি মাটি। আধা কাপ রিঠা গুঁড়ার সঙ্গে আধা কাপ মুলতানি মাটি, ১ চা চামচ লেবুর রস ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ৩০ মিনিট রেখে দিন হেয়ার প্যাকটি যেন মুলতানি মাটি পানিতে গলে যায়। মাথার তালুতে ঘষে ঘষে লাগান মুলতানি মাটির মিশ্রণ। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে দুইবার ব্যবহার করলে চুল হবে মজবুত ও ঝলমলে।
  • ৪ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ৬ টেবিল চামচ মেথির গুঁড়া মেশান। ১ চা চামচ লেবুর রস মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।