নিরীক্ষামূলক সংগ্রহ নিয়ে প্যারিসে যাচ্ছে ফ্যাশন ব্র্যান্ড জুরহেম

প্রথমবারের মতো বাংলাদেশি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড জুরহেম প্যারিসে তাদের ফল/উইন্টার সংগ্রহ উন্মোচন করতে যাচ্ছে। হাউস অব ভ্যানডমের আমন্ত্রণে জুরহেমের নতুন কালেকশন উপস্থাপিত হবে চ্যাপেল সেন্ট জন দ্য’ আর্ক–এ। হাউস অব ভ্যানডমের এই আয়োজন সরাসরি প্যারিস ফ্যাশন উইকের অংশ না হলেও এর মধ্যেই সংগ্রহটি উপস্থাপিত হবে। এই নিরীক্ষামূলক সংগ্রহ করেছেন ফ্যাশন ডিজাইনার ও জুরহেমের ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনীর।

জুরহেমের নতুন সংগ্রহ ‘সোলারিস’ সূর্যের মহাজাগতিক যাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। এই সংগ্রহে সূর্যের গতিপথের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে সূক্ষ্ম অলঙ্করণ ও নান্দনিক সিলুয়েটের মাধ্যমে। রঙের ব্যবহারে দিনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে। ভোরের আলো ও সূর্যোদয়ের জন্য সাদা, যা মুক্তার নকশায় সজ্জিত। এরপর সোনালি রঙ সংযোজিত হয়েছে ঝলমলে বিডওয়ার্ক ও চকচকে স্টোন এমবেলিশমেন্টের মাধ্যমে, যা সূর্যের ‘গোল্ডেন আওয়ার’-এর উজ্জ্বলতা প্রতিফলিত করে। সবুজ রঙ সোনালির সঙ্গে মিশে গেছে, যা মহাকাশ থেকে পৃথিবীর সবুজ ভূদৃশ্যের অনুরূপ। আর গভীর কালো রঙ সূক্ষ্ম অলঙ্করণ ও বিডওয়ার্কের মাধ্যমে রাতের আকাশের বিশালতাকে প্রতিফলিত করেছে।

ফ্যাশন ডিজাইনার ও জুরহেমের ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনীর

‘সোলারিস’ সংগ্রহের অন্যতম প্রধান বৈশিষ্ট্য বৃত্তাকার অলঙ্করণ, যা সূর্য, চাঁদ ও গ্রহের প্রতীকী রূপ দেয়। কিছু ডিজাইনে এটি উজ্জ্বল সূর্যকিরণ হিসেবে প্রকাশ পেয়েছে, আবার কিছু ডিজাইনে নক্ষত্রমণ্ডলের জটিল বিন্যাসের মতো সাজানো হয়েছে, যা মহাজাগতিক সৌন্দর্যের প্রতিফলন ঘটায়।

হাউস অব ভেনডমের বেশ কয়েকটি শো অন্য ভেন্যুতে হলেও জুরহেমের শো হচ্ছে এই ঐতিহাসিক ভেন্যুতে। ১৯১৪ সালে নির্মিত এই চ্যাপেলটি জোয়ান অব আর্কের সম্মানে উৎসর্গ করা। ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এই ভেন্যুতেই প্যারিসিয়ান অভিষেক হতে চলেছে জুরহেমের।