নতুন পোশাক পরে খেতে বসেছেন, হঠাৎ তরকারির ঝোল পড়ে বারোটা বেজে গেল পোশাকের! এ ধরনের পরিস্থিতিতে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবে তেল-ঝোলের দাগ পোশাক থেকে উঠিয়ে ফেলা কিন্তু খুব কষ্টকর কাজ না। জেনে নিন টিপস।
- কাপড়ে তেল, ঝোলের দাগ পড়লে তা শুষে নেওয়ার জন্য ব্যবহার করুন ট্যালকম পাউডার। প্রথমে কাপড়ের দাগের ওপর একটু বেশি করে ট্যালকম পাউডার দিয়ে শুকনো অবস্থায় ব্রাশ দিয়ে ঘষে নিন। ঘষলে হালকা তেল, ঝোলের দাগ উঠে যাবে। এরপর সাবান পানি দিয়ে ধুয়ে ফেললে পুরো দাগটাই চলে যাবে। সরাসরি সাবান-পানি দিয়ে ধুলে কাপড়ে লাল দাগ হয়ে যেতে পারে।
- বেকিং সোডা ও ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের ওপর লাগান। কিছুক্ষণ পর ব্রাশ দিয়ে হালকা ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে দাগ অনেকটাই হালকা হয়ে যাবে।
- দাগের অংশ পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। একটি পাত্রে বেকিং সোডা নিন, এতে ১-২ চা চামচ লেবুর রস মিশিয়ে নেবেন। পানি থেকে কাপড়টি বের করে দাগের জায়গায় বেকিং সোডার মিশ্রণ লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর একটি পরিষ্কার ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
- পোশাক তেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে যত দ্রুত সম্ভব লেবু ঘষুন। লেবু ঘষে খানিকটা ডিটারজেন্ট ছিটিয়ে কড়া রোদে রেখে দিন পোশাক। ঘণ্টাখানেক পর ধুয়ে ফেলুন পানি দিয়ে। রোদ না থাকলে ট্যালকম পাউডার ছিটিয়ে দিন দাগের ওপর। সারা রাত রেখে পরদিন ধুয়ে ফেলুন পোশাক।
- পানিতে লেবুর রস মিশিয়ে সামান্য গরম করুন। গরম করার সময় আবার কয়েকটি লেবুর টুকরো ফেলে দিন তাতে। এবার সেই পানিতে কিছুক্ষণ দাগ লাগা জামাটি ডুবিয়ে রাখুন। দাগ উঠে যাবে।
- দাগের উপর খানিকটা লেবুর রস আর লবণ ভালো করে লাগিয়ে নিন। লেবু টুকরা করে লবণ মিশিয়ে ঘষতে পারেন। দাগ উঠে যাবে।
- হলুদ কিংবা তেলের দাগ তুলতে ডিশওয়াশিং লিকুইড খুব কার্যকর। দাগের ওপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ধুয়ে ফেললেই দাগ অনেকটাই চলে যাবে।
- ধোয়ার পর জামাকাপড় রোদে শুকতে দিন। সূর্যের আলো হলুদ রঙকে ফ্যাকাসে করে তোলে, ফলে দাগ অনেকটাই হালকা হয়ে যায়।