নিপুণ-এর বৈশাখী আয়োজন

পহেলা বৈশাখ উপলক্ষে ফ্যাশন হাউস নিপুণ নিয়ে এসেছে বিশেষ কালেকশন। আবহাওয়ার কারণে কাপড় হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে সুতিকে। এছাড়াও ভয়েল, তাত এবং লিলেন ফেব্রিক ব্যবহার করা হয়েছে। লাল-সাদার পাশাপাশি লাল-মেরুন, লাল-গোল্ডেন, হলুদ, কমলা, সবুজ-সব রংয়ের প্রাধান্যই রয়েছে পোশাকে। বৈশাখের আয়োজনে থাকছে শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, মেয়ে শিশুদের জন্য ফ্রক-ছেলে শিশুদের জন্য ফতুয়া। পার্শিয়ান, ফ্লোরাল, দেশীয় জামদানি এবং জিওমেট্রিক্যাল মোটিফ ব্যবহার করা হয়েছে পোশাকগুলোতে। শাড়ি রয়েছে হাফ সিল্ক এবং সুতি। পোশাকগুলো পাওয়া যাচ্ছে দেশীদশসহ নিপুণের উত্তরা, যমুনা ফিউচার পার্ক, মিরপুর, ধানমণ্ডির হোসেন প্লাজা ও সিলেটের শোরুমে।

নিপুণ-এর বৈশাখী আয়োজন

নিপুণ-এর বৈশাখী আয়োজন  

/এনএ/