কৃত্তিবাস পুরস্কার ২০২২ পেলেন রুদ্র আরিফ

কবি, চলচ্চিত্রবিষয়ক লেখক ও অনুবাদক রুদ্র আরিফ কলকাতার কৃত্তিবাস পুরস্কার ২০২২–এ ভূষিত হলেন। কিয়ারোস্তামির সিনে–রাস্তা শিরোনামে অনুবাদগ্রন্থের জন্য এ বছর কৃত্তিবাস পুরস্কারের নন–ফিকশন শাখায় ‘দীপক মজুমদার সম্মাননা’ পেয়েছেন তিনি।

২৪ আগস্ট ঘোষণা করা পুরস্কারটি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনের প্রাক্কালে ৬ সেপ্টেম্বর কলকাতার শিশির মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারটি তুলে দেওয়া হয়। বাংলাদেশের কবি ও অনুবাদক রুদ্র আরিফের হাতে ১১০০০ কাঞ্চনমূল্য, ফুল, উত্তরীয়, মানপত্র, বই এবং মিষ্টি তুলে দিয়েছেন প্রখ্যাত প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

কলকাতার প্রকাশনাসংস্থা প্রতিভাসের উদ্যোগে বেরোনো পত্রিকা কৃত্তিবাস–এর পক্ষ থেকে প্রতিবছর মোট চারটি শাখায় এ পুরস্কার দেওয়া হয়।

ICICI Bank পঞ্চম কৃত্তিবাস পুরস্কার ২০২২-প্রাপ্ত অন্য তিনজন হলেন সন্দীপন চট্টোপাধ্যায় সম্মাননা হামিরউদ্দিন মিদ্যা (‘মাঠরাখা’ বইয়ের জন্য), উৎপলকুমার বসু সম্মাননা গৌরাঙ্গ শ্রীবাল (‘জন্মান্ধ ফকিরের মতো চাঁদ’ বইয়ের জন্য), বিশেষ কৃত্তিবাস পুরস্কার সোমনাথ চট্টোপাধ্যায় সম্মাননা মৌমিতা (সামগ্রিক লেখালেখির জন্য)।