বাকৃবিতে গণহত্যা দিবস পালিত

pic 5নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গণহত্যা দিবস পালন করা হয়েছে। শনিবার শোক র‌্যালি, বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্বম্ভে পুষ্পস্তবক অপর্ণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি।

এর আগে গণহত্যা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৭ টার দিকে বৈশাখী চত্বর থেকে শোক র‌্যালিটি শুরু হয়ে বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে বধ্যভূমিতে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্বম্ভে পুষ্পস্তবক অর্পন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকরব।

এ সময় অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙ্গালীকে যেভাবে গণহত্যা করেছে তা পৃথিবীর ইতিহাসে বর্বরোচিত হত্যাকাণ্ড।’

এ সময় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবীসংগঠন। এরপর ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

/এমডিপি/