X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘খেলাধুলায় নারী-পুরুষ বৈষম্য দূর করেছেন প্রধানমন্ত্রী’

জবি প্রতিবেদক
২০ মে ২০২৪, ১৯:৫২আপডেট : ২০ মে ২০২৪, ১৯:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলায় নারী-পুরুষ বৈষম্য দূর করেছেন উল্লেখ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, 'খেলাধুলায় একধরনের বৈষম্য ছিল নারী-পুরুষের। এ খেলা ছেলেরা খেলতে পারবে, মেয়েরা পারবে না— বিষয়গুলো এমন ছিল। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী এ বৈষম্য দূর করেছেন।'

সোমবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ইনডোর গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'যেসব মানুষের জীবনে কোনও প্রিয় গান, শখ, খেলা এসব নেই তাদের জীবন আসলে অন্তঃসারশূন্য। তারা একঘেয়ে জীবনযাপন করে। সবার জীবনে কিছু না কিছু প্রিয় জিনিস থাকা অবশ্যই দরকার। বিশ্ববিদ্যালয়ের সবাইকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে হবে। আমি নিজে যদি শরীরচর্চা না করি তাহলে আমিও ভালো ভালো কাজ উপহার দিতে পারবো না।'

উপাচার্য বলেন, 'জীবনটা দাবার চালের মতো। দাবা থেকে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার শিক্ষা নিতে হবে। আমাদের খেলাধুলার সঙ্গে সংযুক্ত থাকতে হবে। কারণ খেলা সংঘাত থেকে দূরে রাখে মানুষকে। আসলে আমরা সবাই মানুষ কিন্তু মানবিক মানুষ না। আমাদের মানবিক হয়ে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে।'

বিশ্ববিদ্যালয়ের দুস্থ শিক্ষার্থীদের বিষয়ে এসময় উপাচার্য বলেন, 'বিশ্ববিদ্যালয় থেকে এবার প্রায় ৬৫ লাখ টাকার বৃত্তি দেওয়া হয়েছে। আমাদের দুস্থ শিক্ষার্থীদের প্রতি নজর দিতে হবে। আমি ডিনদের নির্দেশ দেবো এসব শিক্ষার্থীর তালিকা তৈরি করতে। এদের সহযোগিতা না করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন সার্থক হবে না।'

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক নেতারা, প্রক্টর, ক্রীড়া উপকমিটির সদস্যরাসহ শিক্ষার্থীরা।

 

/এমএস/
সম্পর্কিত
মুরাদনগরের ঘটনায় জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
জবিতে জুলাই ঘোষণাপত্র ও শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা
জবিতে শিক্ষার্থীদের গুণগত মানোন্নয়নে কাজ করবে ছাত্র সংসদ
সর্বশেষ খবর
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন