ইউল্যাবে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) পরিবারের জন্য অনলাইনে ডায়াবেটিস, দুশ্চিন্তা এবং বিষণ্ণতা নিয়ে একটি আলোচনা  সভার আয়োজন করে ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স হাসপাতালের পরামর্শক ডা: উম্মে হাবিবা। করোনাভাইরাসের বিভিন্ন লক্ষণ, কীভাবে তা ছড়ায়, প্রতিরোধ, ডায়াবেটিস রোগীরা কীভাবে এই কোভিড -১৯ পরিস্থিতিতে নিজেদের সুস্থ রাখতে পারেন এবং যারা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছেন তাদের মানসিকভাবে দৃঢ় রাখতে কী কী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে আলোচনা করেন তিনি।  

ULAB SWC
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যেন বর্তমান পরিস্থিতিতে দুশ্চিন্তা ও বিষণ্ণতাকে অতিক্রম করতে পারে এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।’ ইউল্যাবের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের মেম্বার ও এক্সিকিউটিভরা এসময় উপস্থিত ছিলেন।