উপাচার্যের বাসভবনের সামনে রাবি শিক্ষার্থীদের অবস্থান, পুলিশ মোতায়েন

ট্রাকের ধাক্কায় সহপাঠী নিহতের ঘটনায় উপাচার্যের বাসভবনে সামনে অবস্থান নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তারা সেখানে অবস্থান নেন। তবে নিরাপত্তা নিশ্চিতে উপাচার্যের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, রাত ৮টার দিকে ক্যাম্পাস এলাকায় মোটরসাইকেলে মালবাহী ট্রাকের ধাক্কায় হিমেল নামে এক শিক্ষার্থী নিহত ও দুই জন আহত হয়েছেন। নিহত হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী। আহত একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যজনকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলে রাখা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন। আরেকটি অংশ উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।

উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হিমেল হত্যার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে এখানে অবস্থান নিয়েছেন।

আন্দোলনরকারী আইন বিভাগের শিক্ষার্থী তাজরীন মেধা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আবাসিক এরিয়া, যেখানে আমরা নিজেদেরকে সবচেয়ে নিরাপদ করি। সেখানে যখন আমাদের সহপাঠী, বন্ধু নিজের জীবন দিতে হয় তখন আমাদের নিরাপত্তা কোথায়? আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং আমাদের বন্ধু মৃত্যুর বিচারের দাবিতে দাঁড়িয়েছি। দাবি আদা না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো।’

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই; জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ক্যাম্পাসে পুলিশ মোতায়েনের বিষয়ে জানতে মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিনের মোবাইল নম্বরে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।