স্প্রিং সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নিয়ে ইউল্যাবের নবীনবরণ

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২০২২ সালের স্প্রিং সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন’। শনিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ইউল্যাব ক্যাম্পাসে ছিল এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) প্রতিষ্ঠাতা ও সভাপতি এজাজ আহমেদ। তিনি নিজের বক্তব্যে জীবনঘনিষ্ঠ দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

ফ্রেশার্স ওরিয়েন্টশনে বক্তব্য রাখেন ড. কাজী আনিস আহমেদ

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সহ-সভাপতি ড. কাজী আনিস আহমেদ বলেন, ‘বর্তমান ছাত্ররা যেসব কর্মক্ষেত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন তা ভবিষ্যতে আর হয়তো দেখা যাবে না। হতে পারে সম্পূর্ণ নতুন ধরনের কাজের ক্ষেত্র তৈরি হবে, যা এখন আমরা কল্পনা করতে পারছি না। তাই জীবনব্যাপী শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের একটি মানসিক ক্ষুধা তৈরি হওয়া দরকার। এটাই লিবারেল আর্টস শিক্ষার মূল বক্তব্য।’

স্বাগত বক্তব্যে ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা লিবারেল আর্টস শিক্ষা, মুক্তচিন্তা, সমালোচনামূলক মানসিকতা এবং সৃজনশীলতার অনুশীলনের ওপর জোর দেন। ইউল্যা উপাচার্য অধ্যাপক ইমরান রহমান নবীনদের উদ্দেশে একটি সংক্ষিপ্ত অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

ইউল্যাবের স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন কার্যালয় আয়োজিত ওরিয়েন্টেশনের শুরুতে ইউল্যাবের থিম সং পরিবেশন করে ইউল্যাব সাংস্কৃতিক সংসদ।

অন্যান্যের মধ্যে ছিলেন ইউল্যাবের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক কর্মকর্তা ও নবাগত শিক্ষার্থীরা।