হারলেও খাসি ভোজের আয়োজন বন্ধ করেননি আর্জেন্টিনার সমর্থকরা

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা প্রথম ম্যাচে পরাজিত হলেও খাসি ভোজের আয়োজন বন্ধ করেননি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আর্জেন্টিনার সমর্থকরা। এখন চলছে রান্নাবান্নার কাজ। রাতেই খাসি ভোজ হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা।

মঙ্গলবার (২২ নভেম্বর) কাতার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রথম ম্যাচ উপলক্ষে ও জয়ের আশা সামনে রেখে ভোজের জন্য দুটি খাসি কিনেছেন জাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সমর্থকরা।

খোঁজ নিয়ে জানা যায়, আর্জেন্টিনার প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল সৌদি আরব। বাংলাদেশ সময় বিকাল ৪টায় খেলা শুরু হয়। এ সময় হলের কমনরুমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে খেলা দেখতে ভিড় করেন ফুটবলপ্রেমীরা। ম্যাচের শুরুর দিকে ১ গোলে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ২টি গোল করে এগিয়ে যায় সৌদি আরব। শেষ পর্যন্ত নানা নাটকীয়তায় ২-১ গোলে খেলা শেষ হয়। এর মধ্য দিয়ে প্রথম ম্যাচে পরাজিত হয় আর্জেন্টিনা।

চলছে রান্নাবান্নার কাজ

এদিকে, প্রথম ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ে খাসি ভোজ হবে কিনা এমন প্রশ্ন ওঠে ক্যাম্পাসজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জানতে চেয়েছেন ভোজ হবে কিনা। তবে নিজেদের প্রিয় দলের পরাজয়ে কিছুটা বিষণ্ন হলেও খাসি ভোজ হবে বলে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। 

তারা বলছেন, খেলায় জয়-পরাজয় থাকবেই। সৌদি আরব ভালো খেলেছে। ভাগ্য সহায় ছিল না। তাই প্রথম ম্যাচে আর্জেন্টিনা জয়ী হতে পারেনি। তবে পরবর্তী ম্যাচগুলোতে জয়ী হবে বলে আশা করছেন সমর্থকরা।

আরও পড়ুন: আর্জেন্টিনা সমর্থকদের খাসি ভোজের প্রস্তুতি

খাসি ভোজের বিষয়ে বঙ্গবন্ধু হলের আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর উপদেষ্টা দিদারুল আলম দ্বীপ বলেন, ‘খেলায় আর্জেন্টিনা পরাজিত হলেও আমরা এই দলকে সমর্থন করি এবং করবো। খাসিগুলো ভোজের জন্যই আনা হয়েছে। এখন রান্না হচ্ছে। অন্যান্য দলের সমর্থকদের নিয়ে একসঙ্গে খাসি ভোজ করবো। খেলার এই সময়ে একেকজন একেক দল সমর্থন করি। তবে খেলা শেষে আমরা সবাই ভাই-বন্ধু। সবার অংশগ্রহণে রাতে ভোজ হবে।’

অপরদিকে, আর্জেন্টিনার পরাজয়ে আনন্দ বিরাজ করছে ব্রাজিল ও অন্যান্য দলের সমর্থকদের মাঝে। তাদের অনেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছেন।