ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

ঢাবি শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে একই ইনস্টিটিউটের অধ্যাপক ড. নুরুল ইসলামের বিরুদ্ধে। ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (২৯ নভেম্বর) অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপচার্যের বাসভবনের সামনে মানববন্ধন শেষে উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

এ ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বরাবর লিখিত অভিযোগপত্র দিয়েছেন ভুক্তভোগী ওই ছাত্রী।

আজ অভিযুক্ত শিক্ষকের ক্লাস বর্জন ও শিক্ষকের রুমে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ঘটনায় অভিযুক্ত সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. নুরুল ইসলামকে একাধিকবার কল দেওয়া হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

মানববন্ধনে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে বহিস্কারের দাবিতে মানববন্ধন শেষে আমরা উপাচার্য বরাবর আমাদের দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছি। আমাদের শিক্ষার্থীদের ছয় সদস্যদের প্রতিনিধি দল ভিসি স্যারের সঙ্গে এ বিষয়ে দুই দফা আলোচনা করেছে। ভিসি স্যার ইতপূর্বে ভুক্তভোগীর মুখ থেকে ঘটনার বিস্তারিত শুনেছেন। আগামীকাল সিন্ডিকেট মিটিং রয়েছে, সেখানে বিষয়টি উত্থাপন করা হবে এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের বিষয়ে ভিসি স্যার আমাদের আশ্বস্ত করেছেন।’

এদিকে যৌন নিপীড়নের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সরাসরি নিজ হাতে অভিযোগপত্র গ্রহণ করেছেন এবং বলেছেন একটি তদন্ত কমিটি গঠন করে এ বিষয়ে সিন্ডিকেট মিটিংয়ে যথাযথ নিয়মের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’