সপ্তম বর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ৪ এপ্রিল সপ্তম বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করে সংগঠনটি।

আহ্বায়ক কমিটির মাধ্যমে নয় জন সদস্য নিয়ে যাত্রা করে সাংবাদিক সংগঠনটি। সংগঠনটির সঙ্গে বর্তমানে ২৫ জন সদস্য কাজ করছেন। পাশাপাশি রয়েছেন পনেরো জনের অধিক সহযোগী সদস্যও।

কুবি প্রেসক্লাবের সহযোগী সদস্য আতিকুর রহমান তনয় বলেন, ‘এক পা-দুই পা করতে করতে সাত বছরে পা রাখলো কুবি প্রেসক্লাব। এই সংগঠনের সঙ্গে আমার কাজ করার বয়স দুই বছরেরও বেশি। কুবি প্রেসক্লাব হাতে-কলমে সাংবাদিকতা শেখানোর পাশাপাশি কুবি ক্যাম্পাসের উন্নয়ন, অগ্রগতিকে দেশবাসীর কাছে তুলে ধরে। পাশাপাশি দল-মত নির্বিশেষে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধেও কলম চালায়।’

সংগঠনটির বর্তমান সভাপতি ইকবাল হাসান বলেন, ‘সাত বছরে পা দিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। এই দীর্ঘ যাত্রায় নানা প্রতিকূল পরিস্থিতি দেখতে হয়েছে আমাদের। তবে সব প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে সব সময় সত্যের পথে চলবে সংগঠনটি।’

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। প্রতিষ্ঠালগ্ন থেকে সত্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন ক্লাবের একঝাঁক তরুণ সাংবাদিক। বিশ্ববিদ্যালয়ের যেকোনও সংকটে প্রেসক্লাব ক্যাম্পাসের পাশে থাকবে। বিশ্ববিদ্যালয় বিশ্বমানের কাজ করুক আর তার প্রচারে মুখ্য ভূমিকা পালন করবে প্রেসক্লাব।’