ইউল্যাবে ‘আনোয়ারা বাহারের’ ওপর তথ্যচিত্র প্রদর্শিত

IMG_7125ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব)আনোয়ারা বাহার চৌধুরীকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়েছে।
আনোয়ারা বাহার একাধারে সমাজ সেবক, শিক্ষাবিদ, লেখক, সাংস্কৃতিক কর্মী ছিলেন।
গত সোমবার (১৪ মার্চ) ইউল্যাব অডিটরিয়ামে এ তথ্যচিত্র প্রদর্শিত হয়।
জীবনী, কবিতা, শিশুদের বই ও পাঠ্যবইসহ অনেক বই লিখেছেন তিনি। তথ্যচিত্রটির ধারণা, বর্ণনা ও প্রযোজনা করেছেন ইকবাল বাহার চৌধুরী এবং চিত্রগ্রহণ করেছেন সামির কুশারি।
তথ্যচিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডা. আনিসুজ্জামান, ইউল্যাব’র উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, উপ-উপাচার্য অধ্যাপক এইচএম জহিরুল হক প্রমুখ।
ইকবাল বাহার চৌধুরী বলেন, বর্তমানে সমাজে নারীর ভূমিকা অনেক। সকল বাধা অতিক্রম করে নারীরা নিষ্ঠার সাথে কাজ করে চলেছে।
আনোয়ারা বাহার চৌধুরী ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত বুলবুল একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) প্রতিষ্ঠিতা। ১৯৯০ সালের দিকে নারীর জাগরণে বিশেষ ভূমিকা পালন করেন তিনি। এছাড়া ঢাকার শান্তিনগরে তিনি স্বামী হাবিবুল্লাহ বাহারের নামে একটি কলেজও প্রতিষ্ঠিত করেন তিনি। ১৯৮৭ সালের ২৭ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান আনোয়ারা বাহার চৌধুরী।

/এসএনএইচ