ইংরেজি জবানবন্দির একটি বাক্য বাংলায়

gulshan-hamla-2

গুলশান হামলায় বেঁচে যাওয়া যেসব ব্যক্তি পুলিশ ও আদালতের কাছে জবানবন্দি দিয়েছেন, তাদের একজন ভারতীয় নাগরিক সাত প্রাকাশ। আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় তিনি ইংরেজি ভাষায় লিখিত জবানবন্দি দিয়েছেন। এতে তিনি ওই রাতে (গুলশান হামলার) যা যা দেখেছেন তার বর্ণনা তুলে ধরেছেন।

তবে পুরো জবানবন্দি ইংরেজিতে হলেও তাতে একটি লাইন লেখা রয়েছে বাংলায়।

সাত প্রাকাশ জিম্মিদের ওপর জঙ্গিদের নির্যাতনের দৃশ্যগুলোর বর্ণনা করেছেন বেশ কয়েক জায়গায়। আর্টিজানে জিম্মিদের ওপর গুলি চালানো ও কোপানোর কথাও বর্ণনা করেছেন তিনি। সাত প্রাকাশ জবানবন্দিতে লিখেছেন, ‘গুলি করার আগে তারা আমাদের কানে হাত দিতে  এবং শিশুদের চোখ ঢেকে দিতে বলে।’ এর পরের লাইনে তিনি লিখেছেন ‘এক সময় আমি এক নারীর যন্ত্রণার গোঙানির শব্দ শুনতে পাই। কোপাতে থাকা ব্যক্তিটি বলছিল ‘মহিলা মরতেছে না’।’

উল্লেখ্য, আদালত গত ২৬ জুলাই এই জবানবন্দি গ্রহণ করেন।

/এফএস/ এপিএইচ

আরও পড়ুন:

হত্যার পর মোবাইলে খবর পড়ে হামলাকারীরা

‘ভাইয়েরা তাদের নিয়ে গর্বিত’

তাহমিদ-হাসনাতকে নিয়ে যা যা বললেন সাত প্রকাশ

মিডিয়া বা পুলিশের কাউকে চেনেন?

‘ইয়েস, আমি বাঙালি’

মোবাইলগুলো কেড়ে নেয় হামলাকারীরা

ছেড়ে দেওয়ার আকুতি জানিয়েছিলেন নারীরা

‘আমি নিশ্চল হয়ে গেলাম’

তাহমিদের হাতে কোরআন শরিফ দেয় এক হামলাকারী