প্রকাশক দীপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সিফাত

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার প্রধান আসামি মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে ইমরানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে গাজীপুরের টঙ্গিতে চেরাগ আলী মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী এই তথ্য নিশ্চিত করেন।

ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যায় জড়িত যে ছয়জনকে চিহ্নিত করে পুলিশ ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল তাদের একজন এই সিফাত। তাকে ধরিয়ে দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে মঙ্গলবার রাতে টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার। তিনি জানান, ডিএমপির গোয়েন্দা শাখার দলটি তাকে গ্রেফতারের পর নিয়ে গেছে।ফয়সাল আরেফিন দীপন

উল্লেখ্য, গত বছর ৩১ অক্টোবর বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে খুন হন ফয়সল আরেফিন দীপন। ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন তিনি। 

আরও পড়ুন- 

চাপে থাকলেও রামপাল নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ সরকার
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী সপ্তাহে ঢাকা আসছেন

/এনএল/জেইউ/এফএস/