জাফর ইকবালকে ঢাকায় আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ড. জাফর ইকবাল (ছবি-ইন্টারনেট থেকে সংগৃহীত)

উন্নত চিকিৎসার জন্য ড. জাফর ইকবালকে দ্রুত ঢাকায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ড. জাফর ইকবালকে এখন অপারেশন থিয়েটারে অ্যানেসথেশিয়া দিয়ে রাখা হয়েছে। তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. দেবপদ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় পাঠানোর পরিকল্পনা চলছে।’

তিনি আরও বলেন, স্বয়ং প্রধানমন্ত্রীও চাচ্ছেন তাকে (জাফর ইকবাল) যেন ঢাকায় নিয়ে যাওয়া যায়। আমাদের পরিচালক (ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক) ও প্রিন্সিপাল স্যার এ বিষয়ে কথা বলছেন।’

উল্লেখ্য, শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ড. মুহম্মদ জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করে ২৪-২৫ বছরের এক তরুণ। সঙ্গে সঙ্গে তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় হামলাকারী তরুণকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তবে তার সঙ্গে আরও ‍দুয়েকজন ছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। 
এদিকে, ড. জাফর ইকবালের হামলাকারীকে আটক করা হলেও তার পরিচয় জানা যায়নি। হামলাকারী তরুণকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল সিলেট যাচ্ছে। সিটিটিসি সূত্র জানিয়েছে, অতীতে বিভিন্ন সময় ড. জাফর ইকবালকে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর দেওয়া হুমকির বিষয়টি মাথায় রেখে ঘটনার তদন্ত করা হচ্ছে।
এ সংক্রান্ত আরও খবর:

‘ড. জাফর ইকবাল শঙ্কামুক্ত’

জাফর ইকবালের চিকিৎসায় বোর্ড গঠন

শাবিতে ড. জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত

জাফর ইকবালকে দেখতে শিক্ষামন্ত্রী হাসপাতালে

জাফর ইকবালের ওপর হামলাকারীকে র‌্যাবে হস্তান্তর

জাফর ইকবালের পেছনেই দাঁড়িয়েছিল হামলাকারী যুবক
হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করতে সিলেট যাচ্ছে সিটিটিসি

অস্থিতিশীলতার ইঙ্গিত বলছে আ. লীগ, বিএনপি’র দাবি চক্রান্ত

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

জাফর ইকবালের ওপর হামলাকারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাফর ইকবালকে হত্যার টার্গেটে রাখা হয়েছিল সবসময়: গণজাগরণ মঞ্চ

‘নিরাপত্তার মধ্যে তাৎক্ষণিক সুযোগ পেয়ে জাফর ইকবালের ওপর হামলা করা হয়’