এবার ১০৯ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

31961472_1639099819471683_4142844893020028928_nসারাদেশের ১০৯ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। গতবার এ সংখ্যা ছিল ৯৩টি। গতবারের তুলনায় শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৬টি বেড়েছে। 

২০১৬ সালে এমন স্কুলের সংখ্যা আরও কম ছিল। ওই বছর মাত্র ৫৩টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছিল। দুই বছরের ব্যবধানে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে।

রবিবার দুপুরে সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ফলাফল থেকে জানা গেছে, এবার দেশের ২৮ হাজার ৫৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৯ প্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থী পাস করেনি। এছাড়া এক হাজার ৫৭৪ প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গতবার শতভাগ এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ২৬৬টি। এবার সেই সংখ্যা ৬৯২টি কমেছে।

আরও পড়ুন:

৭ বছর ধরে জিপিএ-তে এগিয়ে ছেলেরা

 

টানা তিনবার এগিয়ে মেয়েরা

বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা, এগিয়ে ছেলেরা 

প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর, এসএসসিতে পাসের হার ৭৭.৭৭ 

বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার খানিকটা কমেছে 

‘অকৃতকার্য হলে বকাঝকা দিয়ে লাভ নেই, অনুপ্রাণিত করতে হবে’

সিলেটে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ ৫

এমসিকিউ তুলে দিতে শিগগিরই কমিটি

যশোরে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫