ঐক্যফ্রন্টের প্রার্থীরা আতঙ্কিত: জগলুল হায়দার আফ্রিক

জগলুল হায়দার আফ্রিক

পুলিশি গণ-গ্রেফতারে ঐক্যফ্রন্টের প্রার্থীরা আতঙ্কিত বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের নির্বাচন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজন ‘নির্বাচনি সহিংসতা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেছেন।

জগলুল হায়দার আফ্রিক বলেন, ‘নির্বাচন কিন্তু আমাদের দেশে উৎসবের মতো ছিল। কিন্তু এখন নির্বাচনের প্রতি আমাদের দেশের মানুষের অনীহা চলে এসেছে। ২০১৪ সালের নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। ওই সময় তারা কেন্দ্রে যাওয়ার আগেই তাদের ভোট দেওয়া হয়ে গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘এই বছর বিএনপিকে কিন্তু ঐক্যফ্রন্ট নির্বাচনে এনেছে। ড. কামাল হোসেন বলেছেন, এই নির্বাচনকে আমাদের আন্দোলন হিসেবে নিতে হবে এবং নির্বাচনে যেতে হবে।’

জগলুল হায়দার আফ্রিক বলেন, ‘নির্বাচনি পরিবেশ ফিরে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি সংলাপ আহ্বান করলেন ড. কামাল হোসেন। আলোচনা হলো, প্রধানমন্ত্রী আশ্বস্ত করলেন, তফসিলের পর গায়েবি মামলা হবে না, গ্রেফতার হবে না, নিরাপত্তারও আশ্বাস দিলেন তিনি। এরপর আমরা ইসিতে গেলাম, সেখানেও একই আশ্বাস পেলাম। কিন্তু যতই দিন যাচ্ছে, আমরা আতঙ্কিত হচ্ছি; ঐক্যফ্রন্টের প্রার্থীরা সবাই আতঙ্কিত। তারা নির্বাচনি এলাকা ছেড়ে ঢাকায় চলে আসছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে।’

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয় বাংলা ট্রিবিউন বৈঠকি। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

এটিএন নিউজের প্রধান নির্বাহী মুন্নী সাহার সঞ্চালনায় এ আয়োজনে আরও অংশ নিয়েছেন– আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি’র সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, ইন্সটিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইডি) নির্বাহী প্রধান সাঈদ আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকির সহযোগিতায় রয়েছে আইআইডি।

আরও পড়ুন–

নির্বাচনি সহিংসতা মানুষের ওপর প্রভাব ফেলছে: সাঈদ আহমেদ

রাজনৈতিক দলগুলোর মধ্যে হৃদ্যতা নেই: মোহাম্মদ শাহনেওয়াজ

‘উৎসাহ-উদ্দীপনাপূর্ণ নির্বাচন নিয়ে এখনও এত হতাশ হওয়ার কিছু নেই’