হারম্যান মেইনার কলেজ কেন্দ্রবৃহস্পিতিবার দুপুর ১টা। রাজধানীর মিরপুরের এস ও এস হারম্যান মেইনার কলেজের চারটি কেন্দ্র ঘুরে অলস সময় কাটাতে দেখা গেছে পোলিং এজেন্ট, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য, পুলিশ ও নির্বাচনি কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তাদের। এই কলেজে ভোট কেন্দ্র চারটি। আর প্রতিটি কেন্দ্রে বুথ রয়েছে চারটি। সব মিলিয়ে বুথ রয়েছে ১৬টি। প্রতিটি কেন্দ্রেই ভোট পড়েছে ১০০’র কম। ভোটারের উপস্থিতি কম থাকায় গল্পে সময় কাটছেন নির্বাচনের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা।
হারম্যান মেইনার কলেজ কেন্দ্রএ কলেজে ১২২ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইদুল হক বলেন, ‘এখন পর্যন্ত ৮০টি ভোট পড়েছে। এ কেন্দ্রে ভোটারের সংখ্যা ২১৩১ জন।’
কলেজে দ্বিতীয় তলায় ১২৩ নম্বর কেন্দ্রে ভোটারের সংখ্যা ২১৪০ জন। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হরি চরণ চৌধুরী বলেন, ‘পরিবেশ, পরিস্থিতি ভালো। ভোট কত কাস্ট হয়েছে এ তথ্য এখন দেওয়া যাবে না। ভোট শেষ হোক তারপর জানাবো।’
হারম্যান মেইনার কলেজ কেন্দ্রকলেজের দক্ষিণ পাশের ভবনে দু’টি কেন্দ্র। নিচ তলায় ১২৪ নম্বর কেন্দ্রের ভোটার সংখ্যা ২১৭৩ জন। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু মোহাম্মদ মুসা বলেন, ‘বেশি ভোট পড়েনি, ১০০’র কম ভোট পড়েছে। আবহাওয়ার কারণে হয়তো আসেনি।’
হারম্যান মেইনার কলেজ কেন্দ্র
ভবনের দ্বিতীয় তলায় ১২৫ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, তার কেন্দ্রেও ভোট পড়েছে একশোর কম।
আরও পড়ুন:
ভোটারদের প্রচণ্ড ভিড়: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যালট বাক্স খালি, কর্মকর্তা বললেন ‘ভোট পড়ছে’
দুই কেন্দ্রে আড়াই ঘণ্টায় একটিও ভোট পড়েনি
কেন্দ্রে কেন্দ্রে ঘুরেও ভোটারদের দেখা পাইনি: শাফিন
ভোটার উপস্থিতি কম থাকার দায় রাজনৈতিক দল ও প্রার্থীদের: সিইসি