‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার শর্ত পূরণ হলেই সরকারি চাকরিতে পদোন্নতি’

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমসরকারি আমলাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক চাপ থাকে বলে যে অভিযোগ করেছে টিআইবি, তা সত্যি নয় বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টিআইবির এই তথ্য সঠিক নয়। রাজনৈতিক বিবেচনায় নয়; যোগ্যতা, মেধা ও অন্যান্য শর্ত পূরণ হলেই সরকারি কর্মকর্তারা পদোন্নতি পান।’

আজ সোমবার (২৪ জুন) মন্ত্রিপরিষদের বৈঠক বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এই কথা বলেন।  তিনি বলেন, ‘টিআইবি প্রতিবেদন বিষয়ে আমিও আপনাদের মতো পত্রিকা থেকেই জেনেছি। এই তথ্য সঠিক নয়।’

উল্লেখ্য রবিবার (২৩ জুন) ‘জনপ্রশাসনে শুদ্ধাচার: নীতি এবং চর্চা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)। এতে বলা হয়েছে, রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দিয়ে প্রশাসনের উপসচিব ও অন্যান্য ঊর্ধ্বতন পদে শূন্যপদের অতিরিক্ত কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। রাজনৈতিক বিচেনায় পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতার লঙ্ঘনও হয়।

আরও পড়ুন- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী জমার বিধান আছে, বাস্তবায়ন নেই: টিআইবি