অন্তর্বর্তীকালীন আদেশে মানবতার জয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ছবি: হারুন উর রশীদ)রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে যে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন তাতে মানবতার জয় হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি ইকুয়েডর থেকে পাঠানো এক বার্তায় বলেছেন,  ‘এটি মানবতার জয় এবং সব মানবতাকর্মীর জন্য একটি মাইলফলক।’

এই আদেশকে মামলার বাদী গাম্বিয়াসহ ওআইসি, রোহিঙ্গা, এবং অবশ্যই বাংলাদেশের জয় হিসেবে অভিহিত করেন মন্ত্রী।

তিনি জানান, আদালত এই অন্তর্বর্তীকালীন আদেশে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করেছে এবং মিয়ানমারের দাবি প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচারিক আদালত রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় চারটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে। আদেশগুলো হচ্ছে, গণহত্যা কনভেনশনের ২ ধারা অনুযায়ী মিয়ানমার রোহিঙ্গাদের হত্যা, শারীরিক ও মানসিক ক্ষতি করতে পারবে না এবং উদ্দেশ্যমূলকভাবে এ সম্প্রদায়ের কোনও ক্ষতি করবে না; দ্বিতীয় আদেশটি হচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী বা অন্য কোনও ধরনের বাহিনী গণহত্যা করবে না, গণহত্যা করার ষড়যন্ত্র করবে না বা গণহত্যাকে উৎসাহিত করে এমন কোনও ঘৃণাসূচক বক্তব্য দেবে না; তৃতীয় হচ্ছে গণহত্যা সংক্রান্ত কোনও প্রমাণ নষ্ট বা ধ্বংস করা যাবে না; এবং চতুর্থ হচ্ছে চার মাস পরে মিয়ানমার এগুলো পালনের জন্য কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে আদালতে প্রতিবেদন উপস্থাপন করবে এবং মামলা চলাকালীন প্রতি ছয় মাস পরপর প্রতিবেদন দেবে। আদালত আরও জানিয়েছে, মিয়ানমারের দেওয়া প্রতিবেদনের ওপর গাম্বিয়া মন্তব্য করতে পারবে।

 এ সংক্রান্ত আরও খবর: 

রোহিঙ্গা গণহত্যার বিচার কি অন্তর্বর্তী আদেশেই সীমাবদ্ধ?

রায়ে ‘জয়ের স্বাদ’ পেয়েছেন রোহিঙ্গারা 

রোহিঙ্গাদের ফেরার পথ সুগম হবে: আ. লীগ

আইসিজের আদেশ: রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সুযোগ দেখছে বিএনপি

রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন বন্ধের আদেশ মিয়ানমারকে