দ্বিতীয় দিনেও লাশের সন্ধানে ডুবুরিরা, চেষ্টা চলছে লঞ্চটি তোলার

উদ্ধার তৎপরতা এখনও চলছেদ্বিতীয় দিন সকাল থেকে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চের আশেপাশে লাশের সন্ধানে কাজ করছেন ডুবুরিরা। তবে সকালে আর কোনও লাশ উদ্ধার হয়নি। এদিকে ডুবে যাওয়া লঞ্চটিকে বেঁধে রেখে টেনে তোলার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে ফায়ার সার্ভিসের পরিদর্শক রাসেল শিকদার এই তথ্য জানান।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস, নৌবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ডুবুরিরা কাজ করছেন। তবে সকালে এখনও কোনও লাশ উদ্ধার হয়নি।’

প্রসঙ্গত, সোমবার সকালে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা ছোট্ট দোতলা লঞ্চ মর্নিং বার্ডকে ধাক্কা দেয় ময়ূর-২ নামে আরেকটি লঞ্চ। এতে মর্নিং বার্ড ডুবে যায়। এখন পর্যন্ত নারী, শিশুসহ ওই লঞ্চের ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:

ডুবন্ত লঞ্চ থেকে ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার

নদীর তলদেশে লঞ্চটি উল্টে আছে

‘ছোট দুর্ঘটনা’ অবহেলা করায় বড় দুর্ঘটনা

মর্গের সামনে স্বজনদের আহাজারি

স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বুড়িগঙ্গার তীর

বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবি, ৩০ লাশ উদ্ধার

লাশ তুলে শেষ করতে পারছেন না ডুবুরিরা

‘ছোট দুর্ঘটনা’ অবহেলা করায় বড় দুর্ঘটনা

পোস্তগোলা ব্রিজে আটকে গেছে উদ্ধারকারী জাহাজ

সিসিটিভি ফুটেজে দুর্ঘটনা: মুহূর্তে তলিয়ে যায় ‘মর্নিং বার্ড’

লঞ্চডুবি: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক