স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

করোনা টেস্ট (ছবি: ফোকাস বাংলা)কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘অনেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক কিছু নিয়ে সমালোচনা করে। কিন্তু আমি মনে করি তারা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। সেই সময় (করোনা পরিস্থিতির শুরুতে) তাৎক্ষণিকভাবে যে কাজগুলো করার দরকার ছিল সেটা যথাযথভাবে করা হয়েছে বলেই কোভিড-১৯ আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গণভবন থেকে মন্ত্রণালয়/বিভাগসমূহের ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্ত হন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ দুর্যোগ প্রবণ এলাকা উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্যোগ আসবে। দুর্যোগের জায়গাই বাংলাদেশ। কিন্তু সেই দুর্যোগ মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে।’

করোনাকালে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি যাতে কোনোরকম বাধাগ্রস্ত না হয় বা গতিশীল থাকে। আমরা যে প্রণোদনা প্যাকেজগুলো দেওয়া শুরু করলাম এটা কিন্তু পৃথিবীর কোনও দেশ আমাদের আগে দিতে পারে নাই। আমরাই প্রথম কিন্তু দিলাম। সেজন্য অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে সবাই কাজ করছে। অর্থ মন্ত্রণালয় সাধারণত কিছু দিতে গেলে হাত টেনে রাখে; কিপটামি করে। কিন্তু এবারে কিপটামি করে নাই। সবাইকে হাত খুলে যেখানে যেটা দরকার আমরা দিয়ে দিয়েছি। সেভাবে দেওয়া হয়েছে বলেই আজ আমাদের অর্থনীতির চাকাটা সচল থেকেছে।’

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি দলীয়ভাবে বিভিন্ন সহায়তার কথা তুলে ধরেন সরকার প্রধান।

আরও পড়ুন- 

সমালোচনায় কান না দিয়ে আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন

বিশেষজ্ঞদের সুপারিশ আমলে নেয় না স্বাস্থ্য মন্ত্রণালয়

স্বাস্থ্য মন্ত্রণালয়-অধিদফতর দ্বন্দ্ব: দায় কার?