ভ্যাকসিন পেতে দেরি হবে না: স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেছেন, ‘করোনা ভ্যাকসিনের ব্যাপারে বাংলাদেশ ও ভারত সরকারের শীর্ষ পর্যায় অবগত আছেন। তাই আশা করি ভ্যাকসিন পেতে দেরি হবে না।’ মঙ্গলবার (৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ভ্যাকসিন জিটুজি (দুই সরকারের মধ্যে) পর্যায়ে না বেসরকারিভাবে আসবে, সেটা কোনও বিষয় নয়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজকের একনেক বৈঠকে করোনা ভ্যাকসিন কেনা, সংরক্ষণ ও সরবরাহের একটি চলমান প্রকল্পের আওতায় চার হাজার ৩১৪ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন।স্বাস্থ্য সচিব এম এ মান্নান

উল্লেখ্য, ভারতে সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার করোনা ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। রবিবার (৩ জানুয়ারি) এ ঘোষণা দেওয়া হয়। সিরাম ইনস্টিটিউটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এপি। রবিবার সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা এপিকে বলেন, কয়েক মাসের জন্য ভ্যাকসিন রফতানির অনুমতি দেবে না ভারত। ভারতীয়রা যাতে যথাযথভাবে ভ্যাকসিন পায় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই খবরে ভারতের কাছ থেকে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে উদ্বেগ তৈরি হলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আমাদের মধ্যে দ্বিপক্ষীয় যে চুক্তি হয়েছে সেটি পালন করা হবে। ওরা বলেছে ভ্যাকসিনের বিষয়ে অন্য ব্যান (নিষেধাজ্ঞা) থাকতে পারে। কিন্তু যেহেতু একদম উচ্চ পর্যায়, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলাপ করে এটা হয়েছে, কাজেই বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে। কোনও ধরনের ব্যান এখানে কার্যকর হবে না। ভারত যখন করোনার ভ্যাকসিন পাবে, একই সময়ে বাংলাদেশকেও ভ্যাকসিন সরবরাহ করবে সেরাম ইনস্টিটিউট।‘

প্রসঙ্গত, বাংলাদেশ জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে যে ৫০ লাখ ডোজ টিকা পাবে বলে আশা করা হচ্ছে সেটি এই সেরাম ইনস্টিটিউটের কাছ থেকেই পাওয়ার কথা। প্রতি মাসে ৫০ লাখ ডোজ হিসেবে পুরো তিন কোটি টিকার জন্য অগ্রিম ৬০০ কোটি টাকাও সেরামের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন-

টিকা নিয়ে ফিকে হলো আশা?

ভারতের সঙ্গেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

টিকা কবে আসবে বলতে পারছি না: স্বাস্থ্যমন্ত্রী

অক্সফোর্ডের ভ্যাকসিন রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা

রফতানির অনুমতি পেতে কয়েক মাস লাগতে পারে: সেরাম ইনস্টিটিউট

ভ্যাকসিনের চুক্তি জিটুজি নয়, বাণিজ্যিক: বেক্সিমকো