দুই ভাগে খোলা থাকবে খাবারের দোকান

করােনাডাইরাসের ঊর্ধ্বগতির সংক্রমণের মধ্যে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত নতুন করে কঠোর বিধি-নিষেধ আরােপ করেছে সরকার। সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জরুরি পরিষেবার আওতায় যা যা রয়েছে

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী এই সময়ের মধ্যে দিনের দুই ভাগে খাবারের দোকান, হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে।

কেবল লকডাউনেই কমবে সংক্রমণ!

প্রজ্ঞাপনে বলা হয়, খাবারের দোকান ও হােটেল-রেস্তোরাঁ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভাের ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ করা যাবে। তবে শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে।