টিকা নিলে কোয়ারেন্টিন লাগবে না থাইল্যান্ডে

করোনার টিকা গ্রহণকারী বাংলাদেশিরা ১ নভেম্বর থেকে থাইল্যান্ডের বিশেষ কয়েকটি পর্যটন অঞ্চলে কোয়ারেন্টিন ছাড়াই ভ্রমণ করতে পারবেন। অঞ্চলগুলোতে এক সপ্তাহ থাকার পর তারা চাইলে দেশটির যেকোনও জায়গায় যেতে পারবেন।

সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে থাইল্যান্ডের নতুন রাষ্ট্রদূত মাকাওয়াদি সোমিতমোর এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে প্রতিমন্ত্রী কৃষি-প্রক্রিয়াজাত শিল্প, স্বাস্থ্যসহ অন্যান্য খাতে সহযোগিতার ওপর জোর দেন।

দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির জন্য দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের বিষয়েও প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত একমত হন।