সরকার আহতদের পাশে দাঁড়াবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

লঞ্চের আগুনে আহতদের সব ধরনের সহযোগিতা করা হবে। চিকিৎসা সহায়তায় সরকার পাশে দাঁড়াবে। নৌপথের যাত্রীরা তো আমাদের অংশীজন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌপথের উন্নয়নে খুবই আন্তরিক। তার নেতৃত্বে নৌপথ আরও নিরাপদ হবে। লঞ্চে এমন মর্মান্তিক ঘটনা আগে ঘটেনি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে  'এমভি অভিযান-১০' লঞ্চে আগুনে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (ছবি: সংগৃহীত)

এসময় অন‍্যান‍্যের মধ‍্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএ'র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক, বার্ন ইউনিটের ডা. ইমু ও ডা. আইউব উপস্থিত ছিলেন।

লঞ্চের আগুনে আহত আটজন ভর্তি হয়েছেন। আরও সাতজন ভর্তি হচ্ছেন।