শোডাউন করে মনোনয়নপত্র জমা নয়: ইসির সতর্কতা

নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনও শোডাউন করা যাবে না বলে সতর্কতা উচ্চারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা উপেক্ষা করে কোনও প্রার্থী বা তার পক্ষের কেউ শোডাউন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ইসির পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়।

সোমবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- ১৭ মে (মঙ্গলবার) কুমিল্লা সিটি কর্পোরেশনসহ, দেশের ৬টি পৌরসভা ও ১৩৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় কোনও ডাউন করা যাবে না। আচরণবিধি অনুযায়ী কোনও প্রার্থী ৫ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন না।

সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময় কোনও মিছিল কিংবা শোডাউন করা যাবে না বা কোনও প্রার্থী ৫ জনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে পারবেন না।

নির্বাচন পূর্ব সময় অর্থাৎ নির্বাচনি তফসিল ঘোষণা হতে নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত কোনও প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- এ বিধান লঙ্ঘন করলে অনধিক ৬ মাস কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় হবেন।