মিয়ানমার সীমান্তে নজর রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়

মিয়ানমার সীমান্তে চলমান গোলাগুলির ঘটনার ওপর নজর রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে তারা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এর আগে আমরা তিন বার মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে আমাদের উদ্বেগের বিষয়ে জানিয়েছি। এবারও তাদের সঙ্গে আমাদের কথা হবে।’এছাড়াও এ বিষয়ের সঙ্গে জড়িত পক্ষগুলোর সঙ্গে রবিবার বৈঠকে বসবে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানান তিনি।

উল্লেখ্য, গত আগস্ট মাস থেকে বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমার সেনাবাহিনী অভিযান শুরু করে। সহিংসতা শুরু হয় ওপারে। সেখান থেকে বেশ কয়েকবার গোলা ও বুলেট এসে পড়ে বাংলাদেশের ভেতরে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মিয়ানমার থেকে ছোড়া একটি মর্টারশেল বাংলাদেশ সীমান্তবর্তী নো-ম্যান্স ল্যান্ডে পড়ে বিস্ফোরিত হয়। এসময় নো-ম্যান্স ল্যান্ডে বসবাসরত মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা নিহত হ‌য়। আহত হয় আরও পাঁচ জন।