বাংলাদেশ ম্যাজিক্যাল যুগে প্রবেশ করেছে: কাজী নাবিল আহমেদ

মেট্রোরেল চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ম্যাজিক্যাল যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বুধবার মেট্রোরেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উদ্বেলিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সত্যিকারভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আজকে ম্যাজিক্যাল যুগে প্রবেশ করলাম।’

কাজী নাবিল আহমেদ বলেন, ‘এই বিশেষ দিনে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাকে না পেলে আজকে আমরা স্বাধীন জাতি হতাম না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, তিনি সত্যিকারভাবে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের, প্রগতিশীল দেশে পরিণত করেছেন।’

তিনি বলেন, ‘আজ বাংলাদেশ মেট্রোরেলের ম্যাজিক্যাল যুগে প্রবেশ করেছে। আমাদের বিশ্বাস, এটি আরও প্রসারিত হবে, আরও উন্নত হবে। যানজট কমে আসবে।’

উল্লেখ্য, বুধবার (২৮ ডিসেম্বর) দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ১টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেল যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার বোন এবং জাতির জনকের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। তারা উভয়েই টিকিট কেটে মেট্রোরেলে ওঠেন। বিরতিহীন যাত্রা করে ১০ মিনিট ১০ সেকেন্ডের মধ্যে আগারগাঁও স্টেশনে এসে থামে ট্রেন।