অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আগামীকাল (সোমবার) মেট্রোরেল নিয়ে বোর্ড মিটিং হবে। সর্বোচ্চ সাত দিনের মধ্যে মেট্রোরেল চালু করা হবে।
আজ রবিবার (১৮ আগস্ট) সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। এর আগে গতকাল শনিবার (১৭ আগস্ট) মেট্রোরেল চালু হবে বলে আরও এক সপ্তাহ আগের থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। তবে নানা কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ।
এর আগে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। জননিরাপত্তার স্বার্থে ওই দিন বিকাল সাড়ে ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিল। ওই দিন বিকালে দুর্বৃত্তদের হামলায় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ৃ যে কারণে মেট্রোরেল বন্ধ রয়েছে।
উপদেষ্টা বলেন, ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার জায়গা নাই, সেগুলো করতে বলেছি। যেখানে সেখানে গাড়ি থামাতে দেওয়া হবে না। এটা সবার জন্য সরকার। যেসব জায়গায় মানুষের চলাচল বেশি সেসব জায়গায় এই ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা বলেন, ব্যয় সংকোচন করতে হবে, এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। সড়ক-জনপথের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে সেগুলো সংস্কার হচ্ছে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অনিয়মের বিষয়ে উপদেষ্টা তার নিজের অসুবিধার অভিজ্ঞতা জানিয়ে বলেন, একটি ড্রাইভিং লাইসেন্স হতে কত সময় লাগে? একটা লোককে আপনি একটা টেস্ট নিতে পারেন। এটা ভ্যালিড, না হলে তো আপনি সড়কে দুর্ঘটনা ঘটাবেন। একদিন সাবমিশন, আরেক দিন টেস্ট, আরেকদিন পাবেন। এই তিন দিনের বেশি আপনাকে সময় দেওয়া যাবে না।
ঢাকার প্রধান সড়কে পার্কিংয় অপর্যাপ্ত জানিয়ে তিনি বলেন, যানজট নিরসন ও ট্রাফিক প্রবাহ উন্নত করার লক্ষ্যে কাজ করতে হবে। যানবাহনকে নির্বিচারে থামতে দেওয়া হবে না।
তিনি জানান, এখন থেকে আর আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না। চেনামুখ দেখে টেন্ডার সেটা হবে না। বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ, এই অপবাদ ঘুচাতে হবে। একই ঠিকাদার সব কাজ করবে সেটা হবে না। যারা ভালো করবে তাদের কাজ দেওয়া হবে। শুধু ঢাকা বা বড় শহরে উন্নয়ন হবে তা নয়।