দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে বাংলা ট্রিবিউন অবদান রাখবে, আশা তথ্যমন্ত্রীর

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর প্রকাশক, সম্পাদক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পোর্টালটির পাঠকদেরও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি। 

শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এ দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর ও আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীন বিকাশে বিশ্বাসী।’

তিনি আরও বলেন, ‘সংবাদপত্র সমাজের দর্পণ এবং অনলাইন সংবাদপত্র এখন যুগের বাস্তবতা। বাংলা ট্রিবিউন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশে সুশাসন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে বিশেষ অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের কথা বলে এই অনলাইন পত্রিকাটি মাটি ও মানুষের আরও কাছে পৌঁছাতে সক্ষম হবে- এ প্রত্যাশা আমাদের সকলের।’

বাংলা ট্রিবিউন-এর উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন তথ্যমন্ত্রী।