অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অনলাইন পত্রিকা ‘বাংলা ট্রিবিউন’ একাদশ বছরে পদার্পণ করছে জেনে আমি আনন্দিত। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে গণমাধ্যমটির কর্তৃপক্ষ, পাঠক, সাংবাদিক, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
বাণীতে তিনি বলেন, বর্তমান বিশ্বে দ্রুততম সময়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রচারে বিশেষ গুরুত্ব বহন করছে অনলাইন সংবাদপত্র। প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে দেখা গেছে। অবাধ তথ্যপ্রবাহের যুগে জরুরি সংবাদটি সাধারণ মানুষের কাছে সঠিক ও দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে বাংলা ট্রিবিউনের প্রচেষ্টা প্রশংসনীয়। প্রতিষ্ঠানটি সেই ধারাবাহিকতায় অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবে বলে আশা করি।
করোনা অতিমারির পরপরই বৈশ্বিক অর্থনীতির সংকটকালে সাংবাদিকতার চ্যালেঞ্জ বহুগুণ বেড়েছে উল্লেখ করে স্পিকার বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলা ট্রিবিউন তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। কেবল দিনের খবর প্রকাশে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সময় প্রতিষ্ঠানটি ইস্যুভিত্তিক পত্রিকা বের করা, ইতিহাসনির্ভর বইয়ের প্রকাশনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে টকশো আয়োজন করে। এটি একেবারেই সময়োচিত ও স্মার্ট বাংলাদেশের অনলাইন প্রতিচিত্র। তাদের বিশেষ এই প্রচেষ্টা সব মহলের দৃষ্টি কেড়েছে। জাতীয় সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশের সহযোগী হিসেবে দেশের অন্যতম শীর্ষ এই নিউজ পোর্টালটি কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি।
বাংলা ট্রিবিউনের উত্তরোত্তর সাফল্য কামনা করে স্পিকার শিরীন শারমিন বলেন, পত্রিকাটির আগামীর পথচলা সহজ হোক।