বিএনপির সমাবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

নাশকতার তথ্য না থাকলেও সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার কোনও তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নাশকতার কোনও তথ্য না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় যোগদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অতীতের মতো দেশকে অস্থিতিশীল করতে বিএনপি ষড়যন্ত্র করছে, এমন তথ্য তাদের কাছে রয়েছে। গোয়েন্দারা এ নিয়ে কাজ করে যাচ্ছেন।

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই কমিশন তাদের আঞ্চলিক অফিসগুলোর নিরাপত্তা চেয়ে যে চিঠি দিয়েছে, সেটাকে স্বাভাবিক প্রক্রিয়া বলেই উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জেলা উপজেলায় নির্বাচনি কার্যালয়গুলোতে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।