এনআইডি’র কাজ যুক্ত হলো স্বরাষ্ট্রের রুলস অব বিজনেসে

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এ সংশোধন আনা হয়েছে। রুলস অব বিজনেসের মন্ত্রণালয় ও বিভাগের কার্যাবলী অংশে (সিডিউল-২) নতুন একটি কার্যক্রম যুক্ত করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বাংলাদেশের নাগরিকের পরিচয় নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড তৈরি ও প্রদান, জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ এবং এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য কাজ সুরক্ষা সেবা বিভাগের আওতায় পরিচালিত হওয়ার কথা বলা হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ যে তারিখে কার্যকর হবে এই প্রজ্ঞাপনও সেই তারিখে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন-

ইসি থেকে এনআইডি সেবা স্বরাষ্ট্রে নিতে বিল পাস

এনআইডি’র সব কাজ যাচ্ছে স্বরাষ্ট্রে, খসড়া অনুমোদন

এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে: ইসি অখুশি নয়, কর্মকর্তারা ক্ষুব্ধ

‘এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে আন্তসম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে’