প্রার্থিতা বহাল থাকল শাহজাহান ওমরের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে বিএনপি ত্যাগ করা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৫ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল আবেদন শুনানি করে তার প্রার্থিতা বহাল রাখেন কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশন।

হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগে শাহাজান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। শুনানি করে তার আবেদন নামঞ্জুর করে ইসি।

এদিকে কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিনের প্রার্থিতা বাতিলই রেখেছে ইসি। ওই আসনে তার আবেদন নামঞ্জুর করে প্রার্থিতা বাতিল বিষয়ক রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রেখেছে।

এর আগে ঋণ খেলাপি হওয়ায় ৩ ডিসেম্বর সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

আরও পড়ুন-

শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল স্বতন্ত্র প্রার্থীর

দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার: শাহজাহান ওমর

ইসিতে শাহজাহান ওমর, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার

বন্দুকসহ বিএনপি নেতাকর্মীদের নিয়ে আ.লীগের সমাবেশে শাহজাহান ওমর