প্রথমবারের মতো সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেলেন চট্টগ্রাম-৩ আসনের সরকার দলীয় এমপি মাহফুজুর রহমান। তিন বারের নির্বাচিত এই এমপি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন। একাদশ সংসদে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন। একাদশ জাতীয় সংসদে এ কমিটির সভাপতি ছিলেন রফিকুল ইসলাম, তিনি এবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন।
সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (খালিদ মাহমুদ চৌধুরী), সরকার দলের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪) ও এম আবদুল লতিফ (চট্টগ্রাম-১১), জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু (বরিশাল-৩), স্বতন্ত্র এমপি মো. জাকারিয়া (দিনাজপুর-১), আওয়ামী লীগের ফিরোজ আহম্মেদ স্বপন (সাতক্ষীরা-১) ও হাবিবুন নাহার (বাগেরহাট-৩) এবং স্বতন্ত্র সংসদ সদস্য আওলাদ হোসেন (ঢাকা-৪) ।
আরও পড়ুন:
বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি জিয়াউর রহমান
ফজলে করিম চৌধুরী ফের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল হক