প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইলিয়াস মোল্লাহ

প্রথমবারের মতো সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেলেন ঢাকা-১৬ আসনের সরকার দলীয় এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহ। তিনি গত দুটি সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন। একাদশ জাতীয় সংসদের সভাপতি সুবিদ আলী ভূঁইয়া এবার মনোনয়ন পাননি।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সদস্য হিসাবে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (এ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা), সরকার দলের এমপি শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১), মোতাহার হোসেন (লালমনিরহাট-১), রশিদুজ্জামান (খুলনা-৬),সালাহ উদ্দিন মিয়াজী (ঝিনাইদহ-৩) মজিবুর রহমান মজনু (বগুড়া-৫), রেজওয়ান আহম্মদ তৌফিক (কিশোরগঞ্জ-৪) ও আবদুল হাফিজ মল্লিক (বরিশাল-৬)।

 

আরও পড়ুন: