রাখাইন থেকে সব বাংলাদেশি ইয়াংগুনে পৌঁছেছেন

রাখাইনের সিতওয়েতে বাংলাদেশ মিশনে কর্মরত ৯ কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা সবাই ইয়াংগুনে পৌঁছেছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ছয় জন এবং এর আগে রবিবার তিন জন ইয়াংগুনে পৌঁছান।

এ বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে ফোনে বলেন, নিরাপত্তার কারণে বাংলাদেশিদের সরিয়ে আনা হয়েছে। তারা সবাই ইয়াংগুনে অবস্থান করছেন এবং সুস্থ আছেন।

এছাড়া সিতওয়েতে বাংলাদেশ মিশনে স্থানীয় কর্মচারীরা অবস্থান করছেন এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য মিয়ানমার কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য রাখাইনে চলমান মিয়ানমার বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়। সে কারনে অন্যান্য বিদেশি মিশন ও জাতিসংঘের কর্মকর্তা-কর্মচারীদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।