পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী

ফরেন সার্ভিস একাডেমিতে জেনোসাইড কর্নার চালু করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান এ কে আব্দুল মোমেন। গত ২৫ মার্চ ওই কর্নার পরিদর্শনে গেলে সেটি বন্ধ দেখতে পান আব্দুল মোমেন। এ বিষয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন তিনি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কাছে।

শুক্রবার (২৯ মার্চ) ন্যাম ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি সেখানে গিয়ে দেখি গণহত্যা কর্নারটি বন্ধ। আমি শুনলাম এটি অনেকদিন ধরেই বন্ধ। এখানে স্কুলের ছেলেমেয়েরা আসে না, পাবলিক আসে না। আমার এটি পছন্দ হয়নি।’

উল্লেখ্য, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠক হয় এবং সেখানে পররাষ্ট্রমন্ত্রী, সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আব্দুল মোমেন বলেন, ‘আমরা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইছি, আবার আমাদের ঘরে গণহত্যা কর্নারটি বন্ধ রেখেছি, তাও আবার মার্চ মাসে।’

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ একজন পরিচালককে দেখভাল করার দায়িত্ব দিয়েছেন বলে আব্দুল মোমেন জানান।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওখানে যে রেক্টর ছিলেন তিনি বললেন যে আমি না বলে যাওয়ার কারণে এমনটি হয়েছে।’