মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুই স্টেশন চালুর বিষয়ে জাপান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুই স্টেশন (কাজীপাড়া ও মিরপুর ১০) চালুর বিষয়ে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজল কবির খান। রবিবার (২৫ আগস্ট) সকালে মেট্রোরেলের সচিবালয় স্টেশনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ফাওজল কবির খান বলেন, ‘আজ বিকালে জাপানের রাষ্ট্রদূত আমাদের সঙ্গে দেখা করবেন। কাজী পাড়া ও মিরপুর-১০ স্টেশন দ্রুততম সময়ের মধ্যে কীভাবে চালু করা যায়, সে বিষয়ে কথা হবে। মেট্রোরেলের এমডিকে বলেছি ক্ষয়ক্ষতি নির্ণয় করে সুনির্দিষ্ট টাইম লাইন দিতে।’

মেট্রোরেল যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য এটাকে জরুরি সেবা হিসাবে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা।

মেট্রোরেলের অন্য লাইনগুলোর কাজের অগ্রগতির বিষয়ে সড়ক উপদেষ্টা বলেন, ‘আমরা গত তিন-চার দিন আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করেছি। অন্যান্য লাইনগুলো চালুর বিষয়ে আমরা কাজ করছি।।’

৩৭ দিন পর মেট্রোরেল চালু হওয়ায় সার্বিক পরিস্থিতি দেখতে আজ সকালে আগারগাঁও থেকে সচিবালয় স্টেশানে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজল কবির খান।