রাজশাহীতে তীব্র, ঢাকায় মাঝারি তাপপ্রবাহের পূর্বাভাস

16রাজশাহী বিভাগে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর ও গোপালগঞ্জসহ খুলনা বিভাগের উপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

তবে কিছুটা স্বস্তির খবর রয়েছে সিলেট ও চট্টগ্রামবাসীদের জন্য। এ দুই বিভাগের কয়েক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেটের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের শনিবারের পূর্বাভাসে আরও বলা হয়, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসের বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

আরও পড়তে পারেন: তিন বছর অতিবাহিত হলেও এসব হত্যার বিচার মেলেনি আজওরানা প্লাজা: তিন বছরেও মেলেনি ১১৩৬ হত্যাকাণ্ডের বিচার

/এমও/