সোমবার পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তৃতীয় দিনের অভিযানে সারাদেশে ৩২৪৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে ৩৪ জঙ্গি রয়েছে। এছাড়া পরোয়ানাভুক্ত ২৫৭৮ জন, অস্ত্রসহ ১৯ জন, মাদকসহ ১৬০ জন এবং অন্যান্য অভিযোগে ৪৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত দুই দিনে গ্রেফতার ৫ হাজার ২৮৭ জনের মধ্যে ‘জঙ্গি’ মাত্র ৮৫ জন। বাকিরা বিভিন্ন মামলার আসামি। ৫৪ ধারায়ও অনেককে গ্রেফতার করা হয়েছে। সেই হিসাবে গ্রেফতারকৃতদের মধ্যে ‘জঙ্গি’ মাত্র ১.৬ শতাংশ। তবে পুলিশ বলছে, এ অভিযানে শুধু জঙ্গি নয়, বিভিন্ন মামলার আসামি ও সন্ত্রাসীদেরও গ্রেফতার করা হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে সারাদেশ থেকে ৪৮ জঙ্গিসহ দুই হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান জানান, অভিযানের প্রথম দিন ৩৭ জঙ্গিসহ গ্রেফতার করা হয়েছিলো তিন হাজার ১৫৫ জনকে। দ্বিতীয় দিন গ্রেফতার করা হয় ৪৮ জঙ্গিসহ দুই হাজার ১৩২ জনকে।
আরও পড়ুন: জঙ্গিদমন অভিযানে ‘জঙ্গি’ ধরার সংখ্যা নগণ্য
/এআরআর/এপিএইচ/