রাজধানীর তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

জরিমানাঅস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়ায় খাবারজাতীয় পণ্য উৎপাদনের অভিযোগে রাজধানীর তিনটি প্রতিষ্ঠানের জরিমানা হয়েছে। সোমবার  আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠান তিনটিকে মোট দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করে।

এপিবিএন-৫ এর অপস. অফিসার সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও অবৈধ প্রক্রিয়ায় খাবার পণ্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ধানমণ্ডির ১৮ নম্বর রোডের ৩৮ নম্বর বাড়িতে লিভ কিচেনের ব্যবস্থাপক সাব্বির হোসেন’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে ৩/সি, আগারগাঁওয়ের ফুড সেন্টারের ব্যবস্থাপক রিপনকে করা হয়েছে এক লাখ টাকা জরিমানা। আর মিরপুর-১০ এর শওকত কাবার ঘরের জরিমানা হয়েছে ৬০ হাজার টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল জব্বর মণ্ডল এসব জরিমানা করেন।

/জেইউ/এআরএল/

আরও পড়ুন: 

‘তার সঙ্গে মতান্তর হতে পারে কিন্তু মনান্তর হবে না’