কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে নিহত এক

ট্রেনে কাটারাজধানীর কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। শনিবার কাওরান বাজারের পকেট গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা দেড়টার দিকে ট্রেনের নিচে কাটা পড়ে নিহতের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। তখন কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। এছাড়া মাথা ও শরীরেও মারাত্মকভাবে আঘাতের চিহ্ন রয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় ট্রেনে কাটা পড়া একজন মারা গেছেন। তবে তার কোনও পরিচয় পাওয়া যায় নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’


/আরজে/এআইবি/এমও/