রাজধানীতে ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত

ছুরিকাঘাতরাজধানীর শনির আখড়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে একই স্কুলের দশম শ্রেণির তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলো- মেহেদী হাসান, মিরাজুল আবেদিন ও আহাদ। বৃহস্পতিবার বেলা আড়াইটায় বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে দুই ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আহত মিরাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ নবম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির এই তিনজনকে আহত করেছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছুরিকাঘাতে আহত হয়ে তিনজন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে মিরাজুলকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বাকি দুইজন চিকিৎসা নিয়ে চলে গেছে।’
দশম শ্রেণির আহত শিক্ষার্থী মেহেদী হাসান জানান, স্কুলের সামনেই দুই ক্লাসের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নবম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির এলোপাতাড়ি ছুরি চালাতে থাকে। এতে মেহেদী বাম হাতে, মিরাজুল বুকে ও বাহুতে এবং আহাদ বাম উরুতে ছুরির আঘাত লাগে।

তবে কী কারণে কথা কাটাকাটি হয় এ বিষয়ে কিছু বলতে রাজি হননি মেহেদী। তবে তিনি জানান, আক্রমণকারী সাব্বির স্কুলে আটক রয়েছে।

/আরজে/এআইবি/এমও/