মৌচাক মার্কেটের সবকিছু স্বাভাবিক রেখেই সংস্কার




মৌচাক মার্কেট, ছবি- সংগৃহীতরাজধানীর মালিবাগের মৌচাক মার্কেটের সবকিছু স্বাভাবিক রেখেই সংস্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগও অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দোকান মালিক সমিতির আবেদনের শুনানিতে এ আদেশ দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রেজা-ই-রাব্বি খন্দকার। তিনি জানান, মৌচাক মার্কেটের দোকানপাট বন্ধ রাখার আদেশ স্থগিত করেছিল আপিল বিভাগ। গত ২৩ জানুয়ারি রাজউকের এক বৈঠকে মৌচাক মার্কেট নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বলা হয়, আদালতের আদেশ থাকলেও রাজউক অন্য উপায় গ্রহণ করবে। এ আশঙ্কা থেকেই মৌচাক মার্কেট বণিক সমিতির পক্ষে সভাপতি দিলদার আহমেদ সেলিম হাইকোর্টে একটি আবেদন করেন।
গত বছরের ৬ জুন ওই রিটের শুনানি নিয়ে ভবন সংস্কার সম্পন্ন হওয়া বা বিল্ডিং কোড অনুযায়ী সনদ না পাওয়া পর্যন্ত মৌচাক মার্কেটের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। পরে দোকান মালিক সমিতির আপিলের আবেদনের ওপর হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যায়।

/এমটি/ইউআই/জেএইচ/আপ- এপিএইচ/

আরও পড়ুন: 

রাজধানীতে ১ মার্চ থেকে মেয়াদোত্তীর্ণ বাসের বিরুদ্ধে অভিযান